Asianet News BanglaAsianet News Bangla

সিগারেট থেকেই সোজা আকাশে, দীপাবলিতে দক্ষিণ ভারতের 'রকেটম্যান' টেক্কা দিলেন রজনীকান্তকেও, দেখুন

Oct 31, 2019, 5:58 PM IST

এইভাবে রজনীকান্তকে দেখতেই অভ্যস্ত ভারতীয়রা। কিন্তু, এই দীপাবলিতে দক্ষিণী সুপারস্টারকেও টেক্কা দিলেন দক্ষিণ ভারতের এই 'রকেটম্যান'। ফুঁকছেন সিগারেট। আর তার আগুন থেকেই হাতে ধরে একের পর এক রকেট (আতসবাজি) ছাড়ছেন তিনি। সিনেমায় নয়, বাস্তব জীবনেই। এবারের দীপাবলিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। শুধু তাই নয়, সবকটি রকেট জ্বালানো হয়ে গেলে তিনি যেরকম নির্লিপ্ত ভঙ্গীতে সরে যাচ্ছেন, তাও দারুণ মনে ধরেছে নেটিজেনদের। এই প্রবীন ব্যক্তির নাম কী, তিনি কোথাকার বাসিন্দা - এইসব তথ্য কিছুই পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিতি পেয়েছেন রকেটম্য়ান নামেই। তবে একটাই অনুরোধ ভিডিওটি দেখে মজা নিন, অনুসরণ করতে যাবেন না। রকেটম্যান কিন্তু সবাই হতে পারে না। কাজেই অনুসরণ করতে গেলে বিপদ হতে পারে।