Asianet News BanglaAsianet News Bangla

দুর্গম এলাকায় জয়ের লড়াই, কার্গিল বিজয় দিবসে ভিডিও পোস্ট ইন্ডিয়ান আর্মির

২৬ জুলাই দিনটি প্রতি বছর কার্গিল বিজয় দিবস হিসাবে পালিত হয়। এবছর ২২ তম কার্গিল বিজয় দিবস পালন করল দেশ। এই দিনেই বিশেষ পোস্ট কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী -র। কার্গিল যুদ্ধে শহিদ সেনাদের প্রতি জানালেন বিশেষ শ্রদ্ধা। প্রাণের বাজি রেখে দেশকে বাঁচাতে লড়াই করেছিল ভারতীয় সেনাদল। তাদের জন্যই বিশেষ ভিডিও বানিয়ে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং। পাশাপাশি শহিদ সেনাদের পরিবারের প্রতি জানালেন সমবেদনা। অন্যদিকে 'কার্গিল বিজয় দিবস' -এ বিশেষ পোস্ট ইন্ডিয়ান আর্মিরও। দুর্গম এলাকায় চলছে জয়ের লড়াই। এমনই ছবি ধরা পড়েছে সেই ভিডিওয়।

Jul 26, 2021, 1:32 PM IST

২৬ জুলাই দিনটি প্রতি বছর কার্গিল বিজয় দিবস হিসাবে পালিত হয়। এবছর ২২ তম কার্গিল বিজয় দিবস পালন করল দেশ। এই দিনেই বিশেষ পোস্ট কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী -র। কার্গিল যুদ্ধে শহিদ সেনাদের প্রতি জানালেন বিশেষ শ্রদ্ধা। প্রাণের বাজি রেখে দেশকে বাঁচাতে লড়াই করেছিল ভারতীয় সেনাদল। তাদের জন্যই বিশেষ ভিডিও বানিয়ে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং। পাশাপাশি শহিদ সেনাদের পরিবারের প্রতি জানালেন সমবেদনা। অন্যদিকে 'কার্গিল বিজয় দিবস' -এ বিশেষ পোস্ট ইন্ডিয়ান আর্মিরও। দুর্গম এলাকায় চলছে জয়ের লড়াই। এমনই ছবি ধরা পড়েছে সেই ভিডিওয়।

Video Top Stories