সংকটে হাজার খানেক কচ্ছপের জীবন, ময়দানে নামল গ্রামবাসীরা


সংকটে উত্তরপ্রদেশের সম্ভলের হাজার খানেক কচ্ছপের জীবন। বন্যপ্রাণ বাঁচাতে নিজেরাই  এগিয়ে এলেন গ্রামবাসীরা। কচ্ছপ শিকারিরা যাতে কোনও ক্ষতি করতে না পারে তার জন্য নিজেরাই পাহাড়ার ব্যবস্থা করেছেন স্থানীয়রা।  সম্ভলে রয়েছে ২টি প্রাচীন জলাশয়। এখানকার বাসিন্দা কচ্ছপগুলির অনেকেরই বয়স ১০০ পেড়িয়েছে।  তাদের খাবারেরও ব্যবস্থা করেছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই উৎসাহ দেখে অভিভূত বনদফতরও।
 

/ Updated: Nov 16 2019, 12:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


সংকটে উত্তরপ্রদেশের সম্ভলের হাজার খানেক কচ্ছপের জীবন। বন্যপ্রাণ বাঁচাতে নিজেরাই  এগিয়ে এলেন গ্রামবাসীরা। কচ্ছপ শিকারিরা যাতে কোনও ক্ষতি করতে না পারে তার জন্য নিজেরাই পাহাড়ার ব্যবস্থা করেছেন স্থানীয়রা।  সম্ভলে রয়েছে ২টি প্রাচীন জলাশয়। এখানকার বাসিন্দা কচ্ছপগুলির অনেকেরই বয়স ১০০ পেড়িয়েছে।  তাদের খাবারেরও ব্যবস্থা করেছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই উৎসাহ দেখে অভিভূত বনদফতরও।