ঠিক যেন এক দল পিঁপড়ে, হরিণের রাস্তা পারাপারের এই ভিডিও ভাইরাল

রাস্তা পারাপার করছে এক দল হরিণ। দেখে হরিণ না পঙ্গপাল বোঝা দায়। হরিণের এই ভিডিও দেখলে চোখ উঠবে কপালে। তবে এই ভিডিওতেই মজেছে এখন নেটাগরিকরা। হরিণের এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এখন এই ভিডিও। গুজরাটের ভেলাভাদার জাতীয় উদ্যানের এই ভিডিওটি বলে জানা গিয়েছে।

/ Updated: Jul 28 2021, 10:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাস্তা পারাপার করছে এক দল হরিণ। দেখে হরিণ না পঙ্গপাল বোঝা দায়। হরিণের এই ভিডিও দেখলে চোখ উঠবে কপালে। তবে এই ভিডিওতেই মজেছে এখন নেটাগরিকরা। হরিণের এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এখন এই ভিডিও। গুজরাটের ভেলাভাদার জাতীয় উদ্যানের এই ভিডিওটি বলে জানা গিয়েছে।