মিরাজের ওড়া থেকে জঙ্গি ঘাঁটি ধ্বংস, বালাকোট হামলার রোমহর্ষক ভিডিও এল প্রকাশ্যে, দেখুন

৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। ঠিক তার আগে শুক্রবার বালাকোট বিমান  হামলার একটি প্রোমো ভিডিও প্রকাশ করলেন ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস বাহাদুরিয়া। বন্ধ ঘরে পরিকল্পনা করা, বিভিন্ন ঘাঁটি থেকে মিরাজ ২০০০ যুদ্ধ বিমান উড়ে যাওয়া, রেডারে নিশানাকে জুম করে দেখা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার - সবই দেখানো হয়েছে ভিডিওটিতে। তবে এই ভিডিও-তে ব্যবহৃত সব ফুটেজগুলিই গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটের নয় বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল বাহাদুরিয়া। ঘটনার পরম্পরা বজায় রাখতে অন্যান্য সময়ের কিছু ফাইল ফুটেজও ব্যবহার করা হয়েছে।   

 

/ Updated: Oct 04 2019, 04:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। ঠিক তার আগে শুক্রবার বালাকোট বিমান  হামলার একটি প্রোমো ভিডিও প্রকাশ করলেন ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস বাহাদুরিয়া। বন্ধ ঘরে পরিকল্পনা করা, বিভিন্ন ঘাঁটি থেকে মিরাজ ২০০০ যুদ্ধ বিমান উড়ে যাওয়া, রেডারে নিশানাকে জুম করে দেখা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার - সবই দেখানো হয়েছে ভিডিওটিতে। তবে এই ভিডিও-তে ব্যবহৃত সব ফুটেজগুলিই গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটের নয় বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল বাহাদুরিয়া। ঘটনার পরম্পরা বজায় রাখতে অন্যান্য সময়ের কিছু ফাইল ফুটেজও ব্যবহার করা হয়েছে।