ধেয়ে আসছে 'অশনি', বিদ্যুৎ বিভ্রাট থেকে বন্যার সতর্কতা জারি
বঙ্গে প্রভাব না পড়লেও আন্দামান সহ পাঁচ রাজ্যে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি-র। চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যেই একাধিক জায়গায় জারি হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা। সাইক্লোন অশনির জেরে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি।
বঙ্গে প্রভাব না পড়লেও আন্দামান সহ পাঁচ রাজ্যে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি-র (Asani)। চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যেই একাধিক জায়গায় জারি হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা। সাইক্লোন অশনির জেরে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ জারি রয়েছে সতর্কতা। ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে এবং সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ভূমিধসের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়াও নিচু এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের জেরে গাছের ডাল ভেঙে ঘটতে পারে বিপত্তি। বন্যার জেরে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা। কাঁচা রাস্তা থাকলে সেই সমস্ত রাস্তার ক্ষতি হতে পারে। ঝড়ো হাওয়া ও জল জমে ফসলের ক্ষতি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা এড়াতে প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাড়ির বাইরে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে।