মহরম কিন্তু উৎসব নয়, শোক পালনের সময়, জেনে নিন এই বিশেষ দিনটি সম্পর্কে

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষা সংক্রান্ত এক প্রবন্ধে লিখেছিলেন হিন্দু মুসলমান দুই জাতিকে একসঙ্গে গা ঘেসাঘেসি করে থাকতে গেলে, প্রথমেই দুই সম্প্রদায়ের, অপর সম্প্রদায় সম্পর্কে জানতে হবে। নাহলে অবিশ্বাসের বাধা কাটানো যাবে না। বর্তমানে দেশজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ, অবিশ্বাস, ঘৃমা ক্রমে বাড়ছে। রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করলেও তাঁর এই পরামর্শগুলিকে উপেক্ষাই করে গিয়েছে বাঙালী তথা ভারতীয়রা। অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছেই মহরম মুসলিমদের আরও একটি পরব মাত্র। তার বেশি কিছু জানা নেই। অনেকেই মনে করেন একটি বিশেষ দিনের নামই বোধহয় মহরম। কিন্তু এই মহরম হল হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস। আর এই মাসের দশম দিনটি, যেই দিন সকলে মহরমের ছুটি উপভোগ করে থাকে, পরিচিত আসুরা নামে। এই আসুরা কিন্তু কোনও উৎসবের দিন নয়, বরং শোক পালনের দিন। জেনে নিন মহরম নিয়ে এমনি সব অজানা তথ্য।

 

/ Updated: Sep 10 2019, 08:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষা সংক্রান্ত এক প্রবন্ধে লিখেছিলেন হিন্দু মুসলমান দুই জাতিকে একসঙ্গে গা ঘেসাঘেসি করে থাকতে গেলে, প্রথমেই দুই সম্প্রদায়ের, অপর সম্প্রদায় সম্পর্কে জানতে হবে। নাহলে অবিশ্বাসের বাধা কাটানো যাবে না। বর্তমানে দেশজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ, অবিশ্বাস, ঘৃমা ক্রমে বাড়ছে। রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করলেও তাঁর এই পরামর্শগুলিকে উপেক্ষাই করে গিয়েছে বাঙালী তথা ভারতীয়রা। অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছেই মহরম মুসলিমদের আরও একটি পরব মাত্র। তার বেশি কিছু জানা নেই। অনেকেই মনে করেন একটি বিশেষ দিনের নামই বোধহয় মহরম। কিন্তু এই মহরম হল হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস। আর এই মাসের দশম দিনটি, যেই দিন সকলে মহরমের ছুটি উপভোগ করে থাকে, পরিচিত আসুরা নামে। এই আসুরা কিন্তু কোনও উৎসবের দিন নয়, বরং শোক পালনের দিন। জেনে নিন মহরম নিয়ে এমনি সব অজানা তথ্য।