কেন টিপু জয়ন্তী উদযাপন বাতিল করল বিজেপি, জানেন

চলতি বছরে ক্ষমতায় আসার পরই, গত জুলাই মাসে কর্ণাটকের বিজেপি সরকার টিপু জয়ন্তী উদযাপন বাতিল করে। টিপু সুলতান জয়ন্তী নিয়ে কোডাগুদের প্রবল আপত্তি রয়েছে। এর জেরে এর আগে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়েছে কর্নাটক। ২০১৬ সালে তো এই প্রতিবাদ-বিক্ষোভের তীব্রতা এমনই পর্যায়ে পৌঁছেছিল, যে ২ জনের প্রাণও যায়। মূলত কোডাগুদের ক্ষোভের কারণেই কর্নাটকের বিজেপি সরকার চিপু জয়ন্তী পালনে একেবারেই উৎসাহী নয়। কিন্তু কুর্গের কোডাবারা টিপু সুলতানকে কেন অপছন্দ করে?

 

/ Updated: Nov 20 2019, 08:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চলতি বছরে ক্ষমতায় আসার পরই, গত জুলাই মাসে কর্ণাটকের বিজেপি সরকার টিপু জয়ন্তী উদযাপন বাতিল করে। টিপু সুলতান জয়ন্তী নিয়ে কোডাগুদের প্রবল আপত্তি রয়েছে। এর জেরে এর আগে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়েছে কর্নাটক। ২০১৬ সালে তো এই প্রতিবাদ-বিক্ষোভের তীব্রতা এমনই পর্যায়ে পৌঁছেছিল, যে ২ জনের প্রাণও যায়। মূলত কোডাগুদের ক্ষোভের কারণেই কর্নাটকের বিজেপি সরকার চিপু জয়ন্তী পালনে একেবারেই উৎসাহী নয়। কিন্তু কুর্গের কোডাবারা টিপু সুলতানকে কেন অপছন্দ করে?