যত কাণ্ড কাশ্মীরে, বন্য হরিণ ক্যানেলে, উদ্ধারে কী করলেন স্থানীয়রা
বন থেকে হঠাৎ করে একটা বন্য হরিণ লোকালয়ে প্রবেশ করে। জম্মু ও কাশ্মীরের উধমপুরে এই ঘটনা ঘটেছে। তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার ফলে বন্য হরিণটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কিন্তু বন থেকে হঠাৎ করে একটা বন্য হরিণ লোকালয়ে প্রবেশ করে। অপচিরিত জায়গা ও পরিবেশে ভয় পেয়ে যায় বন্য হরিণটি। ভীত হরিণটি দিক বিদিগ জ্ঞানশূন্য হয়ে ঘুরতে থাকেন। আর তাতেই বিপত্তি হল। ভুল করে পড়ে গেল একটা ক্যানালে। জম্মু ও কাশ্মীরের উধমপুরে এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের চোখ এড়ায়নি ঘটমাটি। ক্যানেলে বন্য হরিনটিকে পড়তে দেখেই ছুটে আসেন স্থানীয়রা। তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার ফলে বন্য হরিণটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ২৫-৩০ জন স্থানীয় বাসিন্দা বন্য হরিণটিকে উদ্ধার করে।