খুনি হাতিকে ধরতে ময়দানে নামল স্বজাতিরা, দেখুন ভিডিও


এতদিনে তার তাণ্ডবে ওষ্ঠাগত ছিল বাসিন্দাদের প্রাণ। দাপিয়ে বেড়িয়েছে গোটা এলাকা। ভেঙেছে বাড়ি, ক্ষতি করেথে শস্যের। শুধু তাই নয় এই হাতির তাণ্ডবে প্রাণ গিয়েছে ৫জন মানুষরেও। এমনি এক খুনি হাতি ধরা পড়ল অসমের গোয়ালপাড়া জেলায়। বন আধিকারিকদের উদ্যোগেই হল এই অভিযান। গত কয়েকমাস ধরেই গোয়ালপাড়ার বিভিন্ন অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছিল এই বুনো হাতিটি। অবশেষে তাকে বন্দি করতে সফল হল বন দফতর। হাতিটিকে কব্জায় আনতে এই অভিযানে সামিল হয়েছিল বনদফতরের ৬টি কুনকি হাতিও। আপতত অসমের বন দফতরের অধীনেই রয়েছে খুনি বাবাজি। 
 

/ Updated: Nov 15 2019, 05:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


এতদিনে তার তাণ্ডবে ওষ্ঠাগত ছিল বাসিন্দাদের প্রাণ। দাপিয়ে বেড়িয়েছে গোটা এলাকা। ভেঙেছে বাড়ি, ক্ষতি করেথে শস্যের। শুধু তাই নয় এই হাতির তাণ্ডবে প্রাণ গিয়েছে ৫জন মানুষরেও। এমনি এক খুনি হাতি ধরা পড়ল অসমের গোয়ালপাড়া জেলায়। বন আধিকারিকদের উদ্যোগেই হল এই অভিযান। গত কয়েকমাস ধরেই গোয়ালপাড়ার বিভিন্ন অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছিল এই বুনো হাতিটি। অবশেষে তাকে বন্দি করতে সফল হল বন দফতর। হাতিটিকে কব্জায় আনতে এই অভিযানে সামিল হয়েছিল বনদফতরের ৬টি কুনকি হাতিও। আপতত অসমের বন দফতরের অধীনেই রয়েছে খুনি বাবাজি।