বেতন না মেলায় আইফোনের কারখানায় ভাঙচূড় কর্মীদের
- আইফোন উৎপাদনকারী কারখানায় ভাঙচূড়
- ভাঙচূড় করল সংস্থার কর্মীরাই
- কর্ণাটকের কোলারে ঘটেছে এই ঘটনা
- দু'মাস কাজ করার পরেও বেতন পায়নে তারা
- সেই কারণেই কারখানায় ভাঙচূড় করে বিক্ষোভ
আইফোন উৎপাদনকারী সংস্থা উইসট্রনকর্প কারখানায় ভাঙচূড়। ভাঙচূড় করে সংস্থার দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় সংস্থার কর্মীরাই। কর্ণাটকের কোলারে ঘটেছে এই ঘটনা। দু'মাস কাজ করার পরেও বেতন পায়নি সেখানকার শ্রমীকরা। সেই নিয়েই কথা বলতে যায় সংস্থার উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে। তাতে কাজ না হওয়ায় ভাঙচূড় শুরু করে তারা। ১০০০ জন কর্মী একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় সেখানে। পরে পুলিশকে খবর দেওয়া হলে লোকাল থানার পুলিশ এসে ঘটনা আয়ত্তে আনে এবং বিক্ষোভকারীদের মধ্যে ৮০ জনকে গ্রেফতার করে পুলিশ।