দর্শন করুন বিশ্বের সবচেয়ে বড় হনুমান মূর্তি, ইন্দোরে বসে রয়েছেন ৭২ ফুটের পবনপুত্র

মধ্যপ্রদেশের ইন্দোর স্থাপিত হল বিশাল লম্বা এক  হনুমান মূর্তি। মূর্তিটির উচ্চতা ৭২ ফুট, প্রস্থতেও ৭২ ফুট। এটিকেই বিশ্বের সবচেয়ে বড় হনুমান মূর্তি বলে দাবি করা হচ্ছে। অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে মূর্তিটি। তৈরি করতে সময় লেগেছ প্রায় ১৬ বছর। খুব শীঘ্রই এই মূর্তি পূণ্যার্থীদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। হনুমানজীর মূর্তিকে কেন্দ্র করে প্রচুর কর্মসংস্থান হবে বলেই আশা করছেন  বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

/ Updated: Dec 02 2019, 07:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মধ্যপ্রদেশের ইন্দোর স্থাপিত হল বিশাল লম্বা এক  হনুমান মূর্তি। মূর্তিটির উচ্চতা ৭২ ফুট, প্রস্থতেও ৭২ ফুট। এটিকেই বিশ্বের সবচেয়ে বড় হনুমান মূর্তি বলে দাবি করা হচ্ছে। অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে মূর্তিটি। তৈরি করতে সময় লেগেছ প্রায় ১৬ বছর। খুব শীঘ্রই এই মূর্তি পূণ্যার্থীদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। হনুমানজীর মূর্তিকে কেন্দ্র করে প্রচুর কর্মসংস্থান হবে বলেই আশা করছেন  বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।