ট্রেন বা স্টেশনে ভুলেও করবেন না এই কাজ, হতে পারে জরিমানা থেকে জেলও
ট্রেন বা স্টেশন চত্বরে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। না হলে জরিমানা দিতে হতে পারে। প্রথমত, স্টেশানের ভিতরে টিকিট ছাড়া কখনই ঢোকা উচিত না, স্টেশনে ঢুকলে প্লাটফর্ম টিকিট কাটা বাধ্যতামূলক।
যাতায়াতের জন্য কমবেশি আমরা সবাই ট্রেন ব্যবহার করে থাকি। ট্রেন বা স্টেশন চত্বরে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। না হলে জরিমানা দিতে হতে পারে। প্রথমত, স্টেশানের ভিতরে টিকিট ছাড়া কখনই ঢোকা উচিত না, স্টেশনে ঢুকলে প্লাটফর্ম টিকিট কাটা বাধ্যতামূলক। কোনও ধরনের দাহ্য পদার্থ, যা থেকে ট্রেনে আগুন ধরতে পারে এমন জিনিস নিয়ে ট্রেনে যাওয়া যাবে না। ট্রেনে করে শুকনো ঘাস, গ্যাস সিলিন্ডার, বাজি, পেট্রল, কেরোসিন, দেশলাই ইত্যাদি নিয়ে যাওয়া যাবে না। দাহ্য পদার্থ নিয়ে যাত্রার সময় যদি ধরা পড়েন তাহলে আপনার শাস্তি হতে পারে সেই সঙ্গেই জরিমানাও। অনেক সময়েই লোকাল ট্রেনে অনেক যাত্রী ধূমপান করে থাকেন। ট্রেনে ধূমপান একেবারেই নিষিদ্ধ। ট্রেনের আইন না মেনে এই ধরনের কাজ করলে যাত্রীদের ৩ বছরের জেল ও জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।