অ্যাংলো-জানজিবার যুদ্ধ, ১২৩তম বার্ষিকীতে জেনে নিন বিশ্ব-ইতিহাসের সংক্ষিপ্ততম লড়াইয়ের ইতিহাস

বিশ্ব ইতিহাসে এই যুদ্ধকেই বলা হয় সবচেয়ে ছোট লড়াই। মাত্র ৪০ মিনিট ধরে চলেছিল এই যুদ্ধ।  ১৮৯৬ সালের এই যুদ্ধে জানজিবারের সুলতান ব্রিটিশদের কাছে পরাজয় স্বীকার করেন। জানজিবার আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত তানজানিয়ার কাছের এক দ্বীপপুঞ্জে অবস্থিত। কেন হয়েছিল এই যুদ্ধ, কেনই বা সেই যুদ্ধ এত কম সময়েই শেষ হয়েছিল - রইল সেইসব ইতিহাস।

 

/ Updated: Aug 28 2019, 12:17 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিশ্ব ইতিহাসে এই যুদ্ধকেই বলা হয় সবচেয়ে ছোট লড়াই। মাত্র ৪০ মিনিট ধরে চলেছিল এই যুদ্ধ।  ১৮৯৬ সালের এই যুদ্ধে জানজিবারের সুলতান ব্রিটিশদের কাছে পরাজয় স্বীকার করেন। জানজিবার আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত তানজানিয়ার কাছের এক দ্বীপপুঞ্জে অবস্থিত। কেন হয়েছিল এই যুদ্ধ, কেনই বা সেই যুদ্ধ এত কম সময়েই শেষ হয়েছিল - রইল সেইসব ইতিহাস।