Apu Biswas: মৃৎ শিল্পী সনাতন রুদ্র পালের স্টুডিওতে বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস
এবার কালীপুজোর মুখ বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস, কলকাতার বিখ্যাত মৃৎ শিল্পী সনাতন রুদ্র পালের স্টুডিওতে ফটোশুটে এদিন অংশ গ্রহণ করেন তিনি।
এবার কালীপুজোর মুখ বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস। দীপাবলী উদযাপন করতে এখন তিনি কলকাতায় রয়েছেন। কলকাতার বিখ্যাত মৃৎ শিল্পী সনাতন রুদ্র পালের স্টুডিওতে ফটোশুটে এদিন অংশ গ্রহণ করেন তিনি।মঙ্গলবার দিন ছিল তার জন্মদিন | কেক কেটে তার জন্মদিনও পালন করলেন স্টুডিওতে | জানালেন কলকাতায় তিনি এবার ঘুরে বেড়াবেন এক কালীমণ্ডপ থেকে অন্য কালী মণ্ডপে।