মহাকাশ পর্যটনে ঐতিহাসিক পদক্ষেপ, মহাকাশ ঘুরে এলেন ব্র্যানসন-সহ ৬ নভশ্চর

১৭ বছরের প্রচেষ্টার ফল। মহাকাশ পর্যটনে ঐতিহাসিক পদক্ষেপ। রিচার্ড ব্রানসনের সংস্থা ভার্জিন গ্যালাকটিক তৈরি করল ইতিহাস। মহাকাশ ঘুরে এল ব্র্যানসন-সহ মোট ৬ নভশ্চরের দল। যার মধ্যে ছিলেন ধনকুবের রিচার্ড ব্রানসন। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিরিষা বান্দলা। অবশেষে স্বপ্নপূরণ হল রিচার্ড ব্রানসনের। গ্যালাকটিক রকেটের মহাকাশ সফরের পর জানালেন তিনি। ভবিষ্যতে সাধারণ মানুষও মহাকাশ সফরে যেতে পারবেন। মহাকাশ যে কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় সে কথাও জানান তিনি। তিনি বলেন সকলের, 'অধিকার আছে মহাকাশ সফরে যাওয়ার'। মহাকাশ পর্যটনে এটা একটা বড় পদক্ষেপ বলে জানালেন রিচার্ড। রিচার্ড সমস্ত মানুষকেই মহাকাশ সফরের জন্য আহ্বান জানিয়েছেন।

/ Updated: Jul 12 2021, 02:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৭ বছরের প্রচেষ্টার ফল। মহাকাশ পর্যটনে ঐতিহাসিক পদক্ষেপ। রিচার্ড ব্রানসনের সংস্থা ভার্জিন গ্যালাকটিক তৈরি করল ইতিহাস। মহাকাশ ঘুরে এল ব্র্যানসন-সহ মোট ৬ নভশ্চরের দল। যার মধ্যে ছিলেন ধনকুবের রিচার্ড ব্রানসন। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিরিষা বান্দলা। অবশেষে স্বপ্নপূরণ হল রিচার্ড ব্রানসনের। গ্যালাকটিক রকেটের মহাকাশ সফরের পর জানালেন তিনি। ভবিষ্যতে সাধারণ মানুষও মহাকাশ সফরে যেতে পারবেন। মহাকাশ যে কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় সে কথাও জানান তিনি। তিনি বলেন সকলের, 'অধিকার আছে মহাকাশ সফরে যাওয়ার'। মহাকাশ পর্যটনে এটা একটা বড় পদক্ষেপ বলে জানালেন রিচার্ড। রিচার্ড সমস্ত মানুষকেই মহাকাশ সফরের জন্য আহ্বান জানিয়েছেন।