ভারতই ব্যবসার সেরা জায়গা, বিদেশি ব্যবসায়ীদের সামনে কোন গাজর ঝোলালেন মোদী, দেখুন ভিডিও

অর্থনীতিতে মন্দা চললেও ভারতে ব্যবসার সাচ্ছন্দ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাঙ্ক। আর তাদের সেই স্বীকৃতিকেই হাতিয়ার করে বিদেশি ব্যবসায়ীদের বারতে ডাকলেন মোদী। এদিন ব্যঙ্ককে আদিত্য বিড়লা গোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই ব্যবসায়ীদের সামনে তিনি দাবি করেন ভারতই এখন ব্যবসা ও বিনিয়োগের সেরা জায়গা।

 

/ Updated: Nov 03 2019, 05:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারতের অর্থনীতি ক্রমশ মন্দার গ্রাসে তলিয়ে যাওয়া সত্ত্বেও বিশ্বব্যাঙ্কের ব্যবসা করার সাচ্ছন্দের সাম্প্রতিক তালিকায় ভারত ৭৯ ধাপ এগিয়েছে। আর তারকে মূলধন করেই ব্যাঙ্ককে বিদেশি ব্যবসায়ীদের ভারতে ব্যবসা ও বিনিয়োগ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মোদী। তিনদিনের থাইল্যান্ড সফরে এসে রবিবার ব্যাঙ্ককে তিনি আদিত্য বিড়লা গোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই উপস্থিত অভ্যাগতদের সামনে তিনি বলেন, ভারতে একদিকে 'ব্যবসা করার সাচ্ছন্দ, থাকার সাচ্ছন্দ, এফডিআই, ফরেস্ট কভার, উৎপাদনশিলতা, পরিকাঠামো' ক্রমে বাড়ছে। আর অন্যদিকে 'কর, করের হার, লাল ফিতের ফাঁস, দুর্নীতি, স্বজনপোষণ' কমছে। কাজেই এখন ভারতই ব্যবসা ও বিনিয়োগের সেরা জায়গা।