বিশ্বের সবথেকে ঝাল লঙ্কা খেয়ে বিশ্ব রেকর্ড, গ্রেগ ফস্টারের তারিফ করল নেটদুনিয়া

লঙ্কা খেয়ে আবারও বিশ্ব রেকর্ড তৈরি করলে আমেরিকার বাসিন্দা গ্রেগ ফস্টার। অত্যান্ত কম সময় অর্থাৎ মাত্র ৮.৭২ সেকেন্ড পরপর তিনটি লঙ্কা খেয়ে রেকর্ড তৈরি করে।

/ Updated: May 29 2022, 04:44 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লঙ্কা খেয়ে আবারও বিশ্ব রেকর্ড তৈরি করলে আমেরিকার বাসিন্দা গ্রেগ ফস্টার। অত্যান্ত কম সময় অর্থাৎ মাত্র ৮.৭২ সেকেন্ড পরপর তিনটি লঙ্কা খেয়ে রেকর্ড তৈরি করে। যেসে লঙ্কা নয়। বিশ্বের সবথেকে ঝাল লঙ্কা ক্যারোলিনা ফস্টার। ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে বসে এই রেকর্ড করেন তিনি। এর আগে আরও দুটি রেকর্ড তাঁর দখলে রয়েছে। তিনি হারিয়েছিলেন কানাডার মাইক জ্যাককে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড নিজেদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ফস্টারের লঙ্কা খাওয়ার রেকর্ডের ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে বলা হয়েছে, তিনটি ক্যারোলিনা রিপার মরিচ খাওযার দ্রুততম সময়-- গ্রেগ ফস্টারের দখলে। মাত্র ৮.৭২ সেকেন্ডে এই কাজ করেছেন তিনি। এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়েছে। অনেকেই এটির প্রশংসা করেছে।  ফস্টার জানিয়েছেন দীর্ঘ অনুশীলনের ফল পেলেন তিনি। তবে লঙ্কা খেতে গিয়ে চোখ মুখ রীতিমত লাল হয়ে গিয়েছিল তাঁর। হবেই না বা কেন? কারণ এটি বিশ্বের সবথেকে ঝাল লঙ্কা।