Asianet News BanglaAsianet News Bangla

নজরে ১১ মে, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

  • ১৯৯৮ সালে আজকের দিনে ৩ টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়
  • ১৯১৫ সালে আজকের দিনেই মৃত্যু হয় বসন্তকুমার বিশ্বাসের
  • ১৯৮১ সালের আজকের দিনে বব মার্লের মৃত্যু হয়
  • ১৯৮৫ সালে আজকের দিনে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়
     
May 11, 2021, 9:30 AM IST

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯৯৮ সালে আজকের দিনে ৩ টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চলে। ১৯১৫ সালে আজকের দিনেই মৃত্যু হয় বসন্তকুমার বিশ্বাসের। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের বিপ্লবী ছিলেন তিনি। ১৯৮১ সালের আজকের দিনে বব মার্লের মৃত্যু হয়।জামাইকান রেগে শিল্পী, গিটার বাদক এবং গীতিকার হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি। ১৯৮৫ সালে আজকের দিনে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্ম প্রচারক ছিলেন তিনি।