Asianet News Bangla

নজরে ১৩ জুন, জেনে নিন এই দিনের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ঘটনা

Jun 13, 2021, 10:12 AM IST

প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৩ জুন দিনটি ভূমিকম্প সচেতনতা দিবস। ভূমকম্প নিয়ে সচেতন করতেই দিনটি পালিত হয়। ১৩ জুন (১৯৯৪) দীপিকা কুমারীর জন্ম হয়। ভারতীয় মহিলা তীরন্দাজ হিসাবে জনপ্রিয় তিনি। ১৩ জুন (১৮৩১) জন্মগ্রহণ করেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎচুম্বকীয় তত্ত্বের আবিষ্কারক তিনি। ১৩ জুন (১৯০০) চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়। চিনে এই বিদ্রোহ আই-হো- চুয়ান নামে পরিচিত।