জমজমাট মোদীর ডেনমার্ক সফর, মনের আনন্দে বাজালেন ঢোল

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যেই ছিল মোদীর ডেনমার্ক সফর। মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনে পৌঁছন মোদী। সে দেশের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেনের সঙ্গে বৈঠক করেন তিনি।
 

/ Updated: May 04 2022, 05:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যেই ছিল মোদীর ডেনমার্ক সফর। ইউরোপ সফরে গিয়ে প্রথম দিন তিনি ছিলেন জার্মানিতে। সেখান থেকে দ্বিতীয় দিন তিনি যান ডেনমার্কে। মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনে পৌঁছন মোদী। সে দেশের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার ভারত-ডেনমার্ক বিজনেস ফোরামে অংশ নেন প্রধানমন্ত্রী। কোপেনহাগেনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সভা করেন মোদী। মোদীকে দেখে সেখানকার প্রবাসীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সেখানে মনের আনন্দে মোদীকে ঢোল বাজাতেও দেখা গিয়েছে। নরেন্দ্র মোদী সেখানে ফোমোতেও অংশ নেন। মোদীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজেদের অভিজ্ঞতার কথা জানান সকলে। তিন দিনের ইউরোপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিনে মোদী গিয়েছিলেন ডেনমার্কে। মোদীর ডেনমার্ক সফরের কিছু ছবি ক্যামেরাবন্দি। ডেনমার্কে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোদীকে। সেখানকার প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। ডেনমার্কের প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শন করেন মোদী।