মঙ্গলের মাটিতে নাসার রোভার, মঙ্গলের মাটি ছোঁয়ার ছবি শেয়ার করল খোদ নাসা
Feb 23, 2021, 3:42 PM IST
মঙ্গলের মাটিতে নাসার রোভার। পারসিভ্যারেন্স রোভার ছুঁলো মঙ্গলের মাটি। সাত মাস আগে লাল গ্রহের উদ্দেশে রওনা দিয়েছিল পারসিভ্যারেন্স রোভার। এবার সেই রোভারই পৌঁছল লাল গ্রহে। লাল গ্রহের মাটি ছোঁয়ার মুহূর্তের ভিডিও ধরা পড়ল ক্যামেরায়। সেই মুহূর্তের ছবি শেয়ার করল নাসা। ১৯ ফেব্রুয়ারি প্যারাশুটে করে মঙ্গল গ্রহের মাটি ছোঁয় নাসার রোভার।