ত্রিপিটক পাঠের আসর বসেছে নেপালে, অতিথি ভারত সহ ২৫ দেশের বৌদ্ধ ভিক্ষুর দল
সমস্বরে সকলে মিলে চলছে ত্রিপিটক পাঠ। হাজির প্রায় দশ হাজার বৌদ্ধ ভিক্ষু। এই আসর বসেছে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে। এই নিয়ে দ্বিতীয় বছরে পা দিল এই অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করতে ভারত, থাইল্যান্ড, মায়ানমার সহ বিশ্বের ২৫টি দেশ থেকে এসেছেন এই বৌদ্ধ ভিক্ষুদের দল। প্রথমবার এর আসর বসেছিল ২০১৮ সালে। সেবার ১৮টি দেশের ৭০০ ভিক্ষু অংশ নিয়েছিলেন ধর্মগ্রন্থ পাঠে। তিন দিন ধরে চলবে এই ত্রিপিটক পাঠ। প্রত্যেক দেশের নাগরিকরাই নিজেদের স্টাইলে পাঠ করছেন ধর্মশাস্ত্র।
সমস্বরে সকলে মিলে চলছে ত্রিপিটক পাঠ। হাজির প্রায় দশ হাজার বৌদ্ধ ভিক্ষু। এই আসর বসেছে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে। এই নিয়ে দ্বিতীয় বছরে পা দিল এই অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করতে ভারত, থাইল্যান্ড, মায়ানমার সহ বিশ্বের ২৫টি দেশ থেকে এসেছেন এই বৌদ্ধ ভিক্ষুদের দল। প্রথমবার এর আসর বসেছিল ২০১৮ সালে। সেবার ১৮টি দেশের ৭০০ ভিক্ষু অংশ নিয়েছিলেন ধর্মগ্রন্থ পাঠে। তিন দিন ধরে চলবে এই ত্রিপিটক পাঠ। প্রত্যেক দেশের নাগরিকরাই নিজেদের স্টাইলে পাঠ করছেন ধর্মশাস্ত্র।