'বাড়ি ফিরতে চাই', তাড়াতাড়ি দেশে ফেরানোর অনুরোধ অর্পণ-এর

ক্রমশ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ইউক্রেনে। সেখানেই রয়েছে বসিরহাট-এর অর্পণ মণ্ডল। দেশে ফিরতে চেয়েও ফিরতে পারছেন না অর্পণ। বিমান বাতিল হয়ে যাওয়ায় ফিরতে পারেননি অর্পণ। তাঁর মতোই অনেকেই সেখানে আটকে রয়েছেন।

/ Updated: Feb 26 2022, 02:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্রমশ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ইউক্রেনে। সেখানেই রয়েছে বসিরহাট-এর অর্পণ মণ্ডল। দেশে ফিরতে চেয়েও ফিরতে পারছেন না অর্পণ। বিমান বাতিল হয়ে যাওয়ায় ফিরতে পারেননি অর্পণ। তাঁর মতোই অনেকেই সেখানে আটকে রয়েছেন। একটি হস্টেলের বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তাঁরা। তাড়াতাড়ি দেশে ফেরানোর জন্য অনুরোধ অর্পণের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছে বসিরহাটের অর্পণ মন্ডল। দিনাপ্রো পেট্রোভ‍্যাক্স শহরে একটি হস্টেলের বাঙ্কারে আশ্রয় নিয়েছে তার মতো বহু ভারতীয় ছাত্র ছাত্রী। যদিও ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করলে তারা জানাচ্ছে, যে করে হোক পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়া সীমান্তে আসতে। সেখান থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করবে ভারতীয় প্রশাসন। কিন্তু অর্পণ জানাচ্ছে তাদের শহর থেকে এই তিন দেশের সীমান্ত অনেকটাই দূর এবং সেখানে পৌঁছানোর কোন যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। কোন সরকারি পরিবহনও তারা পাচ্ছেন না। তারা এও জানান তাদের শহর থেকে এইসব সীমান্তে যেতে বেসরকারি বাস ২০০ ডলার চাইছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০০০ টাকা। এত টাকা এই মুহূর্তে তারা এটিএম বন্ধ থাকার ফলে তুলতেও পারছেনা। তার ফলে চরম বিপাকে পড়েছেন বহু ছাত্র-ছাত্রী। তারা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছেন অবিলম্বে যেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।