ইউক্রেনে আটকে গাইঘাটার যুবক, চিন্তায় ঘুম উড়েছে তাঁর পরিবারের

ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। সেখানেই আটকে রয়েছে গাইঘাটার তন্ময় বিশ্বাস। গাইঘাটার পাঁচপোতা এলাকার বাসিন্দা তন্ময় বিশ্বাস। ২০১৭ সালে ডাক্তারি পড়তে সেখানে গিয়েছিল সে। বাবা-মায়ের একমাত্র সন্তান তন্ময়। ছেলেকে নিয়ে এখন চিন্তায় ঘুম উড়েছে তাঁর পরিবারের।

/ Updated: Feb 26 2022, 02:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। সেখানেই আটকে রয়েছে গাইঘাটার তন্ময় বিশ্বাস। গাইঘাটার পাঁচপোতা এলাকার বাসিন্দা তন্ময় বিশ্বাস। ২০১৭ সালে ডাক্তারি পড়তে সেখানে গিয়েছিল সে। বাবা-মায়ের একমাত্র সন্তান তন্ময়। ছেলেকে নিয়ে এখন চিন্তায় ঘুম উড়েছে তাঁর পরিবারের। ইউক্রেনে রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাদের আকাশ পথ বন্ধ করেছে ইউক্রেন। এর ফলে ইউক্রেনে পড়তে গিয়ে আটকে পড়েছে বহু ভারতীয় পড়ুয়া। তাদের মধ্যেই গাইঘাটা পাঁচপোতা এলাকার তন্ময় বিশ্বাস রয়েছেন সেখানে। তন্ময়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১৭ সালে পয়লা অক্টোবর সে ডাক্তারি পড়তে ইউক্রেনের পাড়ি দিয়েছিল। তন্ময় বর্তমানে খারকিউবস শহরে রয়েছে। বাবা-মা এর একমাত্র সন্তান সে। বাবা দুলাল বাবু স্ত্রীকে নিয়ে বর্তমানে কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছেন। বর্তমানে তাদের গাইঘাটার বাড়ি দেখভাল করছেন মামি নির্মলা বিশ্বাস। তিনি বলেন 'ছেলের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে কিন্তু  আতঙ্কের মধ্যে রয়েছি। ওখানে জল নেই খাবার নেই। অনাহারে দিন কাটছে । ফোনে ঠিকমতো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে আবেদন ছেলে যেন সুস্থ শরীরে আমাদের পরিবারের মাঝে ফিরে আসে।'