বাইরে থেকে শুধুই বিস্ফোরণের শব্দ ভেসে আসছে, ইউক্রেন-এ আতঙ্কে বাংলার পড়ুয়ারা

অগ্নিমূল্য প্লেনের ভাড়া, চাইলেও ফিরতে পারছেন না দেশে। ক্রমশ খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি, জানাচ্ছেন সঞ্চয়িতা। বালির বাসিন্দা সঞ্জয়িতা বর্তমানে পশ্চিম ইউক্রেনে রয়েছেন। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। 

/ Updated: Feb 26 2022, 04:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অগ্নিমূল্য প্লেনের ভাড়া, চাইলেও ফিরতে পারছেন না দেশে। ক্রমশ খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি, জানাচ্ছেন সঞ্চয়িতা। বালির বাসিন্দা সঞ্জয়িতা বর্তমানে পশ্চিম ইউক্রেনে রয়েছেন। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। সোনারপুরের বাসিন্দা পুষ্পক স্বর্ণকার। ইউক্রেনের টার্নোপিল এলাকায় রয়েছেন পুষ্পক। রীতিমতো আতঙ্কের পরিবেশ সেখানে, জানচ্ছেন পুষ্পক। জল-খাবারের সেখানে দাম বাড়ছে হু হু করে। 'বেশ কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যাও দেখা যাচ্ছে'। ছেলের চিন্তায় ঘুম উড়েছে রায়দিঘির অর্ঘ্য মাঝি-র পরিবারের। 'বোমের শব্দ শোনা যাচ্ছে', জানাচ্ছেন বসিরহাটের অর্পন মন্ডল। 'রাস্তা বন্ধ রয়েছে', জানাচ্ছেন দেবারতি দাস। খারকিভ ইন্টারন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়ছে সে। কলেজ হোস্টেলের ঘরেই বন্দি রয়েছেন দেবারতি ও তাঁর সহপাঠিরা। মোবাইল নেটওয়ার্কেরও সমস্যা রয়েছে, জানাচ্ছেন দেবারতি। 'যেকোনও সময় কিছু হতে পারে', জানাচ্ছেন বিবেক। মালদহ-এর বাসিন্দা বিবেক সেখানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। মার্চ মাসেই ফেরার কথা ছিল বিবেক-এর। গুলির শব্দ ভেসে আসছে, জানাচ্ছেন বিবেক। ফারাক্কার মৌমি সিংহ জানাচ্ছেন আতঙ্কে রয়েছি। বাইরে বেরোলেই শুধু বোমা-গুলির শব্দ আসছে, জানাচ্ছেন মৌমি। 'প্লেনের ভাড়া এতটাই বেশি যে অনেকেই চাইলেও ফিরতে পারছেন না'। আতঙ্কে রয়েছেন সকলেই, জানাচ্ছেন রায়দিঘির অর্কপ্রভ বৈদ্য।