দ্বীপরাষ্ট্রে আর্থিক মন্দা, দুর্দিনে শ্রীলঙ্কার পাশে ভারত

শ্রীলঙ্কার দুর্দিনে সেই পাশে এসে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রের আর্থিক মন্দা এমন একটা জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। জায়গায় জায়গায় সরকারের প্রতিনিধিদের কুশপুতুল দাহ করা হচ্ছে।

/ Updated: Apr 02 2022, 11:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শ্রীলঙ্কার দুর্দিনে সেই পাশে এসে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রের আর্থিক মন্দা এমন একটা জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। জায়গায় জায়গায় সরকারের প্রতিনিধিদের কুশপুতুল দাহ করা হচ্ছে। অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। এই অবস্থায় শিয়রে শমন হয়ে দেখা দিয়েছে শ্রীলঙ্কার তেলের ভাড়ার। যা এক্কেবারে শূন্য। এমন এক পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। ১ বিলিয়ন ডলারের আর্থিক ঋণের আওতায় শ্রীলঙ্কায় ডিজেল ভর্তি জাহাজ পাঠানো হয়েছে। ৪০ হাজার টন ডিজেল ভর্তি এই জাহাজ ইতিমধ্যেই কলম্বো বন্দরে পৌঁছেছে। দ্বীপরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে এই ডিজেল বিলি করে দেওয়া হবে। শ্রীলঙ্কার আর্থিক মন্দার জেরে শুক্রবার রাতেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গোতাবোয়ে রাজাপক্ষ। খাবারের দামও আকাশ ছোঁয়া এই মুহূর্তে। এমনভাবে চললে দূর্ভিক্ষের মুখও দেখতে হতে পারে শ্রীলঙ্কাকে। তথ্য বলছে, গত কয়েক মাসে শ্রীলঙ্কায় খাবারের দাম ৩১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।