হিরের সন্ধানে আফ্রিকার এই গ্রামে ছুটে যাচ্ছে সকলে

  • মাটি খুঁড়তেই অচেনা পাথর হাতে পড়ে এক পশুপালকের
  • উজ্জ্বল, সাদা ওই পাথর থেকে যেন ঠিকরে পড়ছে জ্যোতি
  • সূর্যের আলো পড়লেই চকচক করে ওঠে পাথরটি 
  • হিরের সন্ধানে আফ্রিকার এই গ্রামে ছুটে যাচ্ছে সকলে
/ Updated: Jun 22 2021, 02:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাটি খুঁড়তেই অচেনা পাথর হাতে পড়ে এক পশুপালকের। উজ্জ্বল, সাদা ওই পাথর থেকে যেন ঠিকরে পড়ছে জ্যোতি। সূর্যের আলো পড়লেই চকচক করছে পাথরটি, ঠিক হিরের মত। পশুপালকের কথা জানাজানি হতেই গ্রামের সবাই ছুটে যান সেখানে। সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন সকলেই। সারা বিশ্বের মানুষের নজরে আসে সেই ঘটনা। দক্ষিণ আফ্রিকার খালাথি গ্রামের ঘটনা। সেই গ্রামেই একটি বিস্তৃত ফাঁকা মাঠ রয়েছে, যেখানে এখন ছুটে যাচ্ছেন সকলে। তবে সেখানে এখনও হিরে মিলিছে বলে জানা যায়নি। মাটি খুঁড়ে সেখানে কোয়ার্জ ছাড়া আরও কিছুই মেলেনি বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই এলাকা খালি করার কাজ শুরু করেছে প্রশাসন। তার পরেই খতিয়ে দেখতে পারবেন বিশেষজ্ঞরা। সত্যি সেখানে হিরে পাওয়া গিয়েছে কি না তা এখন স্পষ্ট না। উদ্ধার হওয়া পাথরগুলি হিরেরই ভিন্ন রূপ কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।