Asianet News BanglaAsianet News Bangla

এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর, দেখে নিন এক নজরে

Nov 9, 2020, 2:40 PM IST

 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। প্রেসিডেন্ট পদে আসতে না আসতেই এক গুচ্ছ নয়া নিয়ম চালু করতে চলেছেন তিনি। এখন থেকে মাস্ক পরা বাধ্যতামূলক, এমনটাই জানালেন বাইডেন। তবে সোশ্যাল ডিসটেন্সিংকে তেমন গুরুত্ব দিচ্ছেননা তিনি। যা নিয়ে অনেকেরই মত, করোনা প্রতিরোধে সোশ্যাল ডিসটেন্সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং মাস্কের সঙ্গে এই বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্যদিকে, করোনা ভাইরাস টাস্ক ফোর্স ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তাদের, জানালেন জো বাইডেন। তবে সেখানে স্কুল কলেজ কবে খুলছে তা এখনও জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। ১ কেটি ছাড়িয়ে বিশ্বের মধ্যে এখন প্রথম স্থানে আছে আমেরিকা। রবিবার সেখানে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্ট অনুযায়ী সেখানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে করোনা আক্রান্তের হার ভারত ও ফ্রান্সের তুলনায় ২৯% শতাংশ বৃদ্ধি পেয়েছে। গুগুল, ফেসবুক, ইউটিউব সহ বেশ কিছু অনলাইন প্লাটফর্মের থেকে রাজস্ব আদায়ের নির্দেশ দিল এবার বাংলাদেশ। ট্যাক্স সহ সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশ দিল সেখানকার হাইকোর্ট। রবিবার এই রায় দেয় কিছু বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ। অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি, লাইসেন্স ফিসহ অন্যান্য পরিশোধিত অর্থের বিপরীতে প্রচলিত আইন অনুসারে রাজস্ব আদয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। ২০১৮ সালের ৯ এপ্রিল হাইকোর্টে রিট করেন সেখানকার সুপ্রিম কোর্টের ছয় জন আইনজীবী। তারই রায় প্রকাশিত হল রবিবারে। ৩০ দিনে ৫০ মিলিয়ন (৫ কোটি) ছাড়াল বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ। গোটা বিশ্বে ৭ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার বৃদ্ধি পেয়েছে। যত দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা গোটা বিশ্বে এক ভয়াবহ আকার ধারণ করছে। দীপাবলি নিয়ে এবার বার্তা দিলেন ব্রিটেনের প্রধান মন্ত্রী বরিস জনসন। সতর্কতা অবলম্বন করে দীপাবলি উদযাপন করার নির্দেশ দিলেন তিনি। সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠান উদযাপন করা সহজ নয়, তবুও এমনভাবেই এবার উৎসব উদযাপন করার নির্দেশ তাঁর। তিনি জানিয়েছেন, এই সতর্কতাই মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করবে। সেই সঙ্গেই হাত ধোয়া, মাস্ক পরা ও বাড়িতে অনুষ্ঠান উদযাপনের বার্তা দিলেন তিনি।   
 

Video Top Stories