এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর, দেখে নিন এক নজরে

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • দেখে নিন এক নজরে বিশ্বের কিছু বড় খবর  

/ Updated: Nov 18 2020, 01:44 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ এবার প্রস্তুত হবে ভারত ও চিনেও। এমনটাই ঘোষণা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন ভারত ও চিন স্পুটনিক ৫ তাদের দেশেও  প্রস্তুত করতে পারবে। মঙ্গলবার ব্রিকস সম্মেলনে এই কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। ব্রিকসের অন্তর্গত সমস্ত দেশ পাবে এই সুবিধা। যার মধ্যে থাকছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা। এই পাঁচটি দেশেই তৈরি হবে করোনা ভ্যাক্সিন স্পুটনিক-৫। ছোট বেলা থেকেই ভারতের প্রতি বিশেষ টান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার। সেই সঙ্গেই রামায়ণ ও মহাভারত পড়েই তাঁর ছেলেবেলা কেটেছে। এমনটাই লিখেছেন ওবামা তাঁর প্রকাশিত মেমোয়ার। রামায়ণ ও মহাভারতের কাহিনি শুনে শুনে ভারতের সংস্কৃতির প্রতি তাঁর বিশেষ টান তৈরি হয়েছিল বলে লিখেছেন ওবামা।  যে ভারতকে নিয়ে ওবামার এত কৌতুহল ছিল সেই দেশে তিনি প্রথম পা রেখেছিলেন ২০১০ সালে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর। করোনা আবহের মাঝেই এবার বার্ড ফ্লু। এমনটাই দেখা গেল জার্মানিতে। সেখানে একটি খামারের ৭০ হাজার মুরগিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন। জার্মানির রোস্টকের দুটি রাজ্যের বর্তমান পরিস্থিতি এমনটাই। একেই করোনা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব আর তার মাঝেই বার্ড ফ্লু আরও চিন্তা বাড়াচ্ছে সেখানে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রথম থেকেই নানান অভিযোগ ছিল ট্রাম্পের। এবার সেই নির্বাচন সংক্রান্ত কিছু অভিযোগ তুলেই তিনি বরখাস্ত করলেন একজন নির্বাচনী কর্তাকে। সাইবার সিকিউরিটি ও ইনফাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির প্রধান ক্রিসটোফার ক্রেবসকে বরখাস্ত করেছেন তিনি। ক্রিসটোফার ক্রেবস এবারের নির্বচনকে সবথেকে সুরক্ষিত বলে ঘোষণা করেছিলেন আর সেই কারণেই বরখাস্ত করা হল তাঁকে। আইফোনের দাম নিয়ে অনেকেই ঠাট্টা করে থাকেন। অনেকের মুখেই শোনা যায় আই ফোন কিনতে হলে বেচতে হবে কিডনি। এবার তেমনই এক ঘটনা সামনে এল। ৯ বছর আগে আই ফোন কিনতে নিজের কিডনি বেচেছিলেন এক চিনের এক যুবক। এখন তাঁকেই নানান সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। একটা কিডনি না থাকায় শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই তাঁর।