এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর, দেখে নিন এক নজরে

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • দেখে নিন এক নজরে বিশ্বের কিছু বড় খবর  
/ Updated: Nov 24 2020, 01:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ব্রিটেনে বাড়ল লকডাউনের সময়সীমা। ২ ডিসেম্বর পর্যন্ত লকডাউন চলবে সেখানে। এই লকডাউনের সময় ব্রিটেনের প্রেসিডেন্ট বরিস জনসন সেখানকার মানুষদের বাড়িতে থাকার পরমর্শ দিয়েছেন। আগামি সপ্তাহ থেকে সেখানে থ্রি-টায়ার সিস্টেমে লকডাউন শুরু হবে। যাতে দোকান, জিম এবং গীর্জা পুনরায় চালু হবে। ব্রিটেন সরকার কোভিড -১৯ -এর হটস্পট গুলিকে তিনটি ভাগে বিভক্ত করেছে। যার একটি টিয়ার ১, টিয়ার ২ এবং টিয়ার ৩। মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট জো বাইডেনের হাত ধরে এবার আসতে চলেছে সেখানকার প্রথম মহিলা কোষাগার সচিব। এই নিয়েই জল্পনা শুরু হয়েছে সেখানে। জনেট ইয়েলিন সেখানে কোষাগার সচিব হিসেবে আসতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। ৭৪ বছরের এই অর্থনীতিবিদ এর আগে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের শীর্ষ অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আপাতত কোয়ারেন্টিনে দিন কাটছে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের। একজন করোনা আক্রান্তের সংস্পর্শে আসার কারণেই তাঁকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে তাঁর স্ত্রী ও দুই কন্যা কোয়ারেন্টিনে থাকছেননা। এখনও পর্যন্ত স্পেনে মোট করেনা আক্রান্তের সংখ্যা ১.৬ মিলিয়ান ছাড়িয়েছে এবং সেখানে মৃতের সংখ্যা ৪৩,১৩১। পশ্চিম রাশিয়ার ইয়াকুতিয়ায় স্যানিটাইজার খেয়ে মৃত্যু হল ৭ জনের। এছাড়াও আরও দু'জন কোমায় রয়েছে বলে জানাযাচ্ছে। সোমবার এই খবর প্রকাশ্যে আসে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আরও ৬ জনের মধ্যে ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান এবং ২ জন এখনও চিকিৎসাধীন। এরপরেই ইয়াকুতিয়ায় ব্যান করা হয়েছে মিনথল যুক্ত হ্যান্ড স্যানিটাইজারের বিক্রি। ডিসেম্বরে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে হতে চলেছে ভার্চুয়াল বৈঠক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের নরেন্দ্র মোদি -র মধ্যে হতে চলেছে এই বৈঠক। দুই দেশের মধ্যে চারটি সমঝোতা হতে পারে বলে জানা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল সোমবার এই বৈঠকে চারটি সমঝোতা হতে পারে বলে ঘোষণা করেন। তবে সমঝোতা চুক্তি এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।