এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর, দেখে নিন এক নজরে

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • দেখে নিন এক নজরে বিশ্বের কিছু বড় খবর  
/ Updated: Nov 27 2020, 01:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারার অপরাধে প্যারিসে সাসপেন্ড করা হয়েছে ৩ জন পুলিশ অফিসারকে। সেখানে একটি ভিডিওতে দেখা গিয়েছে তিন জন পুলিশ অফিসার একজন কৃষ্ণাঙ্গ 
সংগীত প্রযোজককে মারধর করছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সাসপেন্ড করা হয় তাদের। ইজরায়েলে এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ১৯ জন ইরান মিলেটিয়ান যোদ্ধাদের। ঘটনাটি ঘটেছে পূর্ব সিরিয়াতে। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার সকালে সেখানে এই স্ট্রাইক হয়। বেশিরভাগ বিদেশি যোদ্ধাদেরই সেখানে মৃত্যু হয়েছে। এবার প্রকাশ্যে হোয়াইট হাউজ ছাড়ার কথা বললেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি প্রথমবার এই কথা প্রকাশ্যে আনেন। তবে তিনি একটি শর্তও রেখেছেন। সরকারিভাবে যদি জো বাইডেনকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করা হয় তবেই তিনি হোয়াইট হাউজ ছাড়বেন বলে জানিয়েছেন। পাকিস্তানে প্রকাশ্যে গোলাগুলি। যার জেরে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। এই চারজন ন্যাশানাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কর্মরত ছিলেন। তাঁদের গাড়ির ওপরেই হামলা চালায় পাক দুষ্কৃতিরা। বৃহস্পতিবার সেখানে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ। বাংলাদেশে মৃত্যু হয়েছে সাংবাদিক হুমায়ূন সাদেক চৌধুরীর। বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মাত্র ৬০ বছর বয়সেই মৃত্যু হল তাঁর। কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চাও তিনি করতেন। তাঁর অকাল প্রয়াণে শোকার ছায়া বাংলাদেশে।