Asianet News BanglaAsianet News Bangla

নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর  
     
Dec 11, 2020, 12:25 PM IST

যেখানে জল জমে গিয়ে বরফ হয়, এমন জায়গাতেই সংরক্ষণ করা যাবে ফাইজার। আর সেই কারণেই করোনা টিকা ফাইজার সংরক্ষণের জন্য বেছে নেওয়া হল দক্ষিণ কোরিয়ার শীতলতম গুদাম ঘরকে। এই ঘরে এককাপ ফুটন্ত জল রেখে দিলেও তা নিমেশের মধ্যে বরফে পরিণত হবে। আফগানিস্তানে আরও এক সাংবাদিক শুট আউট। বৃহস্পতিবার সেখানে এক মহিলা সাংবাদিককে খুন করা হয়। ঘটনার দিন অফিস থেকে ফেরার সময় তাঁর ওপর হামলা চালানো হয়। আর সেই হামলাতেই সাংবাদিক এবং তার ড্রাইভারের মৃত্যু হয়। এই নিয়ে সেখানে ১০ জন সাংবাদিক খুন হলেন। যা প্রমাণ করছে আফগানিস্তানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাংবাদিক খুনের সংখ্যা। ফরাসি সিনেটের একটি নতুন প্রতিবেদনে এক নতুন অভিযোগ উঠে এল। সেখানে অভিযোগ উঠেছে কোভিড -১৯ -এর মাঝেও সেখানে মানুষের সুরক্ষা ব্যবস্থা তেমন মজবুত নয়। এছাড়াও করোনা সতর্কতায় ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম মজুত রাখতেও তারা অক্ষম হয়েছে। এমনকি করোনা সতর্কতায় মাস্কের সঠিক যোগানও তারা দিতে পারেনি। সেখানকার স্বাস্থ্য বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মচারী সংবাদ সম্মেলনে এই কথা জানান। মরক্ক এবং ইজরায়েল এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আবেদন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সেই প্রস্তাব মেনেও নিয়েছে দুই দেশ, এমনটাই জানা গিয়েছে। চতুর্থ আরব-ইসরায়েল চুক্তির মধ্যে দিয়েই এই সম্পর্ক স্বাভাবিক হবে। এই চুক্তিতে দুই দেশকেই বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আর এই শর্তের মধ্যে দিয়েই সুস্পর্ক স্থাপনের কথা ভাবছেন ট্রাম্প। পদ্মার ওপর সেতু তৈরির কাজ চলছিল দীর্ঘ দিন ধরেই। অবশেষে সেতু দিয়ে জুড়ে গেল পদ্মার দুই পাড়। মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরাকে জুড়ে দিল এই সেতু। দীর্ঘ প্রতিক্ষার পর গত বৃহস্পতিবার পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসানো হয়েছে। এখন রেল ও সড়ক পথ তৈরির অপেক্ষা। তার পরেই সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই সেতু।