নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর  
     
/ Updated: Dec 12 2020, 12:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মার্কিন প্রশাসন বায়োএনটেক -এর করোনা ভাইরাস ফাইজার -এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে টিকা প্রয়োগের অনুমোদন নিয়ে যাথেষ্ট চাপের মধ্যে ছিল এই সংস্থা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রথম টিকা "২৪ ঘন্টার মধ্যেই দেওয়া হবে" কারণ ইতিমধ্যেই করোনা ভাইরাস সেখানকার বহু মানুষের প্রাণ কেড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে ব্রিটেনের সঙ্গে তাদের কোনও চুক্তি নাও হতে পারে। এছাড়াও তিনি জানিয়েছেন যেকোনও সময় বিশ্ব বাণিজ্য চুক্তি থেকে বেড়িয়ে আসতে তারা সক্ষম। এই সমস্ত তথ্য বরিস জনসন সাংবাদিকদের জানিয়েছেন বলে জানা গিয়েছে। মার্কিন মিশিগানের এক ভারতীয়-আমেরিকানের বিরুদ্ধে মিথ্যে ব্যবসার নাম করে ৩ মিলিয়ন মার্কিন ডলারের প্রতারণার অভিযোগ উঠে এসেছে। প্রায় ৪৩ জন এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। এই ভারতীয়-আমেরিকান ছাড়াও আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অপরাধে। মার্কিন নির্বাচন নিয়ে বাইডেনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। টেক্সাস রাজ্য কর্তৃক চলতি সপ্তাহে করা একটি মামলা, জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনের মমলায় জয়ী হয়েছে বাইডেন। এই ঘটনায় আরও একবার বাইডেনের কাছে ধাক্কা খেল ট্রাম্প। পদ্মা ব্রিজ নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। আর এই ব্রিজের স্প্যান গুলিই এর সব থেকে আলোচিত বিষয়। পদ্মা ব্রিজের এই স্প্যানই এসেছে চিন থেকে। এর সঙ্গে জুড়ে রয়েছে শত কর্মীর পরিশ্রম। সেই স্প্যানই বাংলাদেশের দুই পাড়কে জুড়ে দিয়েছে একটি ব্রিজের মাধ্যমে। যা সাধারণ মানুষের জন্য খুব শীঘ্রই খুলে যাবে বলে অনুমান।