নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর  

/ Updated: Dec 18 2020, 01:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা কেড়েছে কাজ, আমেরিকায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা এবার এমন তথ্যই উঠে এল সামনে। গত সপ্তাহে বেকারত্বের সুবিধার জন্য আবেদনকারীর সংখ্যা অপ্রত্যাশিতভাবে বেড়েছে। আর তার একমাত্র কারণ নতুন করে সেখানে বহু সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। যার প্রভাব পড়েছে অর্থনীতির ওপরেও। বাইডেনের প্রশাসনে আবারও এক নয়া চমক। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জো বাইডেন তার স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব নেওয়ার জন্য একজন নেটিভ আমেরিকানকে নিযুক্ত করতে চলেছেন। তবে এখনও তা নিশ্চিত হয়নি বলেই জানা যাচ্ছে। যদি দেব হ্যালান্ড এই পদে নিযুক্ত হন তবে তিনিই হবেন এই বিভাগের প্রথম নেটিভ আমেরিকান। বড়দিনে আরও কঠোর করোনা বিধি জারি হতে চলেছে ব্রিটেনে। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আর সেই সংখ্যাই আরও বাড়ার সম্ভবনা থেকেই যাচ্ছে বড়দিনে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনে প্রধানমন্ত্রী বরিস জনসন। চিন থেকেই সূত্রপাত করোনার। তবে কোথায় এই মহামারির উৎস্য তা এখনও জানা যায়নি। আর সেই উৎস জানতে নতুন করে চেষ্টা শুরু করেছে বিশ্ব স্বস্থ্য সংস্থা বা হু। তাদের এই প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছে চিন এমন কথাই বৃহস্পতিবার ঘোষণা করে চিনের প্রশাসন। করোনার উৎস জানতে ইতিমধ্যেই উহান সফরের সিদ্ধান্ত নিয়েছে তারা।  ১৫ ডিসেম্বর বিকেলে ঢাকা আইনজীবী ভবনের ছ'তলা থেকে লিফট ভেঙে নীচে পড়ে যায়। সেই ঘটনার জেরে আহত হয় ৪ জন। পরে এই ঘটনা বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা আইনজীবী ভবনে নিম্নমানের লিফট সরবারহের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।