ক্রোয়েশিয়ার ভূমিকম্প থেকে ব্রিটেনের নয়া স্ট্রেনে, এক নজরে বিশ্বের সেরা ৫ ট্রেন্ডিং নিউজ
- এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
- বিশ্বের কোথায় কি হচ্ছে
- নজরে এখন গোটা বিশ্ব
- এক নজরে বিশ্বের কিছু বড় খবর
copy: ব্রিটেনে মঙ্গলবার ৫৩ হাজারেরও বেশি সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। সরকারি তথ্য অনুসারে ব্রিটেনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩,১৩৫ জন। ২৪ঘণ্টায় সেখানে এত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সেখানে মৃতের সংখ্যা ৪১৪। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধির কারণে সেখানে নতুন করে চিন্তা বাড়াচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা সোমবার একটি তথ্য প্রকাশ করে। সেই তথ্য অনুযায়ী রাশিয়ায় এপ্রিল থেকে নভেম্বর এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৩০ জন। অন্যদিকে রাশিয়ার সরকারের করোনভাইরাস টাস্কফোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে ৫৫,৮২৭ জনের মৃত্যু হয়েছে সেখানে। যা প্রমাণ করছে রাশিয়া এতদিন সঠিক তথ্য প্রকাশ করেনি। ক্রোয়েশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছে কম করে ৭ জনের। এছাড়াও বহু মানুষ আহত হয়েছে ভূমিকম্পের ফলে। সেখানে কম্পনের মাত্রা ছিল ৬.৪। সেখানকার গ্লিনা শহরের কাছে ৫ জন মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও একটি ১২ বছরের শিশু কন্যা মারা গিয়েছে সেখানকার ভূমিকম্পে। এই ভূমিকম্পের ফলে সেখানকার শহরের অধিকাংশ অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ব্রিটেনে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেনটি। এবার তাতেই আক্রান্ত আমেরিকার একজন। মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আসে। মার্কিন রাজ্যপাল মঙ্গলবার টুইট করে জানান করোনার নতুন স্ট্রেনে কলোরাডোর এক জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে নতুন করে দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফায় বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের পাঠানো হল। এবার ১,৮০৪ জন রোহিঙ্গা রিফিউজিকে বাংলাদেশ প্রশাসনের চেষ্টায় বঙ্গোপসাগরের একটি দ্বীপে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ৬টি জাহাজে করে তাদের সেখানে পাঠানো হয়েছে। মোট ৩,৪৪৬ জন রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানো হল বলে জানা যাচ্ছে।