নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর
- এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
- বিশ্বের কোথায় কি হচ্ছে
- নজরে এখন গোটা বিশ্ব
- এক নজরে বিশ্বের কিছু বড় খবর
বুধবার হংকংয়ে গ্রেফতার করা হয়েছে ৫০ জন গনতন্ত্রবাদ -কে। হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করার কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের জাতীয় সুরক্ষা আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। সেখানকার স্থানীয় মিডিয়া রিপোর্ট থেকে উঠে এসেছে এই তথ্য। ভারতের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যান হতে চলেছে চিনা অ্যাপ। ৮টি চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে সেখানে। ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আটটি চিনা অ্যাপের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করার একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই ব্যান করা হচ্ছে এই অ্যাপ গুলিকে। আগামি ৪৫ দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই ৮ টি অ্যাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সেখানে ৩৯৩৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাত ধরে উঠে এসেছে এই তথ্য। সেই সঙ্গেই একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ১৭৩ জন। ক্যার্লিফোর্নিয়ায় ক্রমশই ছড়িয়ে পড়ছে করোনা। করোনার কথা মাথায় রেখেই পিছিয়ে গেল গ্র্যামি সংগীত পুরস্কার। লস অ্যাঞ্জেলসে ৩১ জানুয়ারি হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান, যা মার্চ পর্যন্ত পিছিয়ে গেল বলে জানা গিয়েছে। রেকর্ডিং একাডেমি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এখনও করোনা টিকা নিয়ে সংশয়ের মুখে বাংলাদেশ। টিকা পেতে বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটের ওপর নির্ভর করে রয়েছে। অথচ এখন সেই টিকা নিয়েই দেখা দিয়েছে বিভ্রান্তি। আর সেই কারণেই এখনও অনিশ্চয়তার মুখে বাংলাদেশ। অন্যদিকে জুনের আগে মিলবে না কোভ্যাক্সের টিকা। সেই সঙ্গেই সেরামের টিকাও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বাংলাদেশকে।