এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের ৫টি বড় খবর
  • বিশ্বের কোথায় কী হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর
/ Updated: May 31 2021, 04:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৩১ মে বিশ্ব তামাক বর্জন দিবস। তামাক বর্জন দিবসের আগে কড়া হুঁশিয়ারি দিল 'বিশ্ব স্বস্থ্য সংস্থা' বা 'হু'। ধূমপান যারা করেন করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা তাঁদের ৫০শতাংশরও বেশি। করোনার জেরে তাঁদের মৃত্যু হওয়ার আশঙ্কাও অনেক বেশি থাকে। ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার মানুষ। সেখানে ঘর-বাড়িতেও ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ইঁদুর। ইঁদুরের থেকে প্লেগের ভয় দেখা দিয়েছে সেখানে। এর থেকে রক্ষা পেতে ভারত থেকে ৫ হাজার লিটার বিষ আমদানির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বিমান দুর্ঘটনায় মৃত্যু হল টারজেনের অভিনেতা জো লারা -র। মার্কিন বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৭জন যাত্রীর। তাঁদের মধ্যেই ছিলেন জো লারা। শনিবার ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে আর তাতেই মৃত্যু হয় তাঁর। চিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২০ জন। ৩০ মে এমনই তথ্য দিল চিন। সেখানে লকডাউন চলছে গুয়াংডং শহরে। আর সেখানেই নতুন করে ২০ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রীত্ব পদ থেকে সরানো হতে পারে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু -কে। সেখানে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবার তিনি হুঁশিয়ারি দিলেন যে তাঁকে পদ থেকে সরানো হলে দেশের সুরক্ষার ক্ষেত্রে বিপদ হতে পারে।