এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের ৫টি বড় খবর
  • বিশ্বের কোথায় কী হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর

/ Updated: Jun 01 2021, 02:58 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে কড়া নিয়ম চালু করেছিল চিন। সেই নিয়ম বদলে ৩ সন্তান নীতি জারি করার ঘোষণা করেছে চিন। এবার থেকে সেখানকার দম্পতিরা সর্বাধিক ৩টি করে সন্তানের জন্ম দিতে পারবে। সেখানকার জনসংখ্যা কিছুটা বৃদ্ধি করতেই এই নীতি চালু করছে চিন। সরকারি টাকায় প্রায় ২৬ হাজার টাকার ব্রেকফাস্ট করে বিতর্কের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ৩০০ ইউরো যা ভারতীয় মূল্যে প্রায় ২৬০০০, এত টাকাই নাকি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী তাঁর পরিবারের ব্রেকফাস্টের জন্য খরচ করেছেন। এমনই এক তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের একাধিক জায়গায় তুমুল বৃষ্টি আর তাতেই ভাসছে এখন ঢাকা। প্রায় হাঁটু সমান জল জমেছে এখন সেখানকার অধিকাংশ জায়গায়। যার জেরে চরম সমস্যায় পড়তে হয় অফিস যাত্রীদের। সেখানে আরও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া দফতর। ভারতে করোনার দুটি স্ট্রেনের খোঁজ পাওয়া যায়। এই দুটি স্ট্রেনেরই এবার নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'। অনেকে এই দুটি স্ট্রেনকে 'ভারতীয় প্রজাতি' বলা শুরু করে। এতেই তীব্র আপত্তি জানায় কেন্দ্র। অবশেষে এর নামকরণ করা হল 'ডেল্টা' এবং 'কাপ্পা'। বাগদানের ২ দিন পরেই হারিয়ে যায় হিরের আংটি। ভারতীয় বংশোদ্ভূত ঐ ব্রিটিশ দম্পতি বাগদান পর্ব সেরে লেকের ধারে গিয়ে ফটো তুলছিলেন। সেখানে আচমকাই মহিলার আঙুল থেকে আংটি খুলে হ্রদের জলে পড়ে যায় বাগদানের হীরের আংটি। পরে সেই আংটি উদ্ধার করেন এক ডুবুরি।