এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর

  • হিংসায় ইনধন দেওয়ার অভিযোগে ট্রাম্পকে নিষিদ্ধ করল ফেসবুক
  • ফাইজার টিকা নিয়ে নতুন তথ্য এল সামনে
  • অবসর নিচ্ছে স্বর্ণপদক জয়ী ইঁদুর
  • জেনে নিন এই মুহূর্তে বিশ্বের এমনই ৫টি বড় খবর
/ Updated: Jun 05 2021, 03:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হিংসায় ইনধন দেওয়ার অভিযোগে ট্রাম্পকে নিষিদ্ধ করল ফেসবুক। কমপক্ষে দু'বছরের জন্য নিষিদ্ধ করা হল আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিকে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ফেসবুকের এই নিষেধাজ্ঞা জারি থাকবে। মাত্র সাড়ে ৩ ঘন্টায় নিউইয়র্ক থেকে পৌঁছোন যাবে লন্ডনে, এমনই এক পরিকল্পনা করছে আমেরিকার বিমান সংস্থা। এর জন্য ১৫টি সুপারসনিক বিমান কেনার কথাও ভাবছে আমেরিকার বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। বায়োএনটেক -এর করোনা টিকা ফাইজার নেওয়া ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের মূল ধরনের বিরুদ্ধে যে মাত্রায় অ্যান্ডিবডি তৈরি হয় করোনা ভাইরাসের ডেল্টা ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির মাত্রা ৫ গুণ কম হয়। ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। পাঁচ বছরের কর্ম জীবণে বহুবার নিজের বিরত্বের পরিচয় দিয়েছে মাগওয়া। এই মাগওয়া আসলে একটি ইঁদুর। সেই একসময় পেয়েছিল স্বর্ণপদকও। কর্মজীবণে সে মোট ৭১ টি ল্যান্ডমাইন শনাক্ত করেছে। সেই মাগওয়া এবার অবসর নিতে চলেছে তার কর্ম জীবণ থেকে। গত ৬ মাসে এত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়নি। নতুন করে মোট ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছে নোয়াখালীতে, এমনই তথ্য উঠে এল এবার সামনে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘন্টায় সেখানে একজনেরও মৃত্যু হয়নি বলে জানা যাচ্ছে।