Asianet News BanglaAsianet News Bangla

এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর

  • জাওয়াহিরি বেঁচে রয়েছেন বলে অনুমান
  • ইতালিয়ান শিল্পীর অদৃশ্য ভাস্কর্য-র মূল্য ১৩.৩৬ লক্ষ 
  • মেগান এবং হ্যারি -র পরিবারে এল নতুন সদস্য
  • জেনে নিন এই মুহূর্তে বিশ্বের এমনই ৫টি বড় খবর
Jun 7, 2021, 2:01 PM IST

আল-কায়দা প্রধান আল-জাওয়াহিরি -র মৃত্যুর খবর রটেছিল সর্বত্র। অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। সম্প্রতি শোনা যাচ্ছে তিনি নাকি বেঁচে আছেন। রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট থেকে এমনই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। ইতালিয়ান শিল্পী সালভাতোর গারাউ -এর তৈরি একটি ইনভিসিবল স্কাল্পচার বা অদৃশ্য ভাস্কর্য ১৩.৩৬ লক্ষ টাকায় বিক্রি হল। তিনি এই ভাস্কর্যটির নাম দিয়েছেন 'লো সোনো' যার অর্থ 'আই অ্যাম' যার বাংলা অর্থ করলে দাঁড়ায় 'আমি হই'। আবারও মা হলেন মেগান মর্কেল। মেগান এবং প্রিন্স হ্যারি -র পরিবারে এবার এল কন্যা সন্তান। এর আগে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। তাঁরা তাঁদের কন্যা সন্তানের নামকরণ করেছেন লিলিবেট 'লিলি' ডায়না মাউন্টব্যাটেন উইন্ডসর। এইচআইভি আক্রান্ত এক মহিলার শরীরে ২১৬ দিনের মধ্যে ৩২ বার করোনার চরিত্র বদল হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় একটি গবেষণার মধ্যে দিয়ে উঠে এসেছে এমনই তথ্য। দক্ষিণ আফ্রিকারই এক মহিলার শরীরে এমনটা দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে গেল সেখানকার শতাধিক ঘর। সোমবার সকাল সাতটা নাগাদ আগুন লেগে যায় সেখানে। নিমেষের মধ্যে সেখানে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় সেখানকার প্রায় শতাধিক বাড়ি।
 

Video Top Stories