নভেম্বরে ভারত-মার্কিন যৌথ মহড়া, নাম হবে 'টাইগার ট্রায়াম্ফ'

  • প্রতিরক্ষা বিষয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি 
  • ট্রাই-সার্ভিস মিলিটারি মহড়া নভেম্বরে 
  • আনুষ্ঠানিক নাম হবে  'টাইগার ট্রায়াম্ফ'
  • অংশ নেবে দুই দেশের সশস্ত্র বাহিনীর ৩টি বিভাগ

/ Updated: Sep 23 2019, 02:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুই দেশই সন্ত্রাসবাদের শিকার হয়েছে। তাই ভারত  ও আমেরিকার  নিরাপত্তা আরও জোরদার করতে হবে। ভারত ও আমেরিকার  সামরকি সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে  শীঘ্রই  দুই দেশের মধ্যে  কয়েকটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে। হাউডি মোদীতে উপস্থিত থেকে ভারতীয় প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে একথাই বলতে শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। জানিয়ে দিলেই আগামী নভেম্বর   প্রথমবারের জন্য  ভারত ও আমেরিকার তিন বিভাগের সশস্ত্রবাহিনী যৌথ মহড়া দেবে। যার আনুষ্ঠানিক নাম হবে  'টাইগার ট্রায়াম্ফ'।