গণনা পর্যন্ত ভোট যেন সুরক্ষিত, ভোট শেষে আবেদন দেবের

  • বিরোধীদের দিকে আঙুল নয়
  • ভরসা রাখা নির্বাচন কমিশনের ওপর
/ Updated: Jul 12 2019, 04:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নস্থানে উত্তাল পরিস্থিতি, সমস্যায় শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পার্টির দলীয় কর্মী। প্রতিনিয়ত বিদ্বেষ, হানাহানি, হারা-জেতার লড়াইয়ে অবশেষে জয় যেন হয় দেশের- ভোট দিয়ে জানালেন দেব

ইভিএম বিভ্রাট থেকে শুরু করে গাড়ির কাঁচ ভাঙচুর, ঘাটালের চিত্রটাও একই ছিল। তবে অভিযোগের আঙুল বিরোধীদের দিকে তুলতে নারাজ তিনি। আস্থা রাখতে বললেন নির্বাচন কমিশনের ওপর। ভোট ঘিরে প্রতিনিয়ত বিক্ষোভ, অশান্তির কী কোনও প্রয়োজন ছিল, মানুষের কাছে গিয়ে যদি বোঝানো যায়, তাদের প্রতি কতটা কর্তব্য করেছে দল তাহলেই তো অনেকটা সহজ হয়ে যায়।

শুধুই যে বিদ্যাসাগর প্রসঙ্গ, এমনটাও নয়, শেষ তিন মাসে হওয়া যেকোনো অশান্তিরই কোনও প্রয়োজন ছিল না। বিক্ষোভের ঘটনায় আক্ষেপ করে এ্মনই মন্তব্য করেন তিনি। অবশেষে এত মানুষের আশা, বিশ্বাস ও ভরসার কথা মাথায় রেখেই তিনি অনুরোধ করেন গণনা পর্যন্ত মানুষের ভোটগুলো যেন সুরক্ষিত থাকে।