এক বিপদ কাটার আগেই নতুন বিপদ, মেদিনীপুরে ঢুকে পড়ল আরও এক নতুন হাতির পাল

  • আরও এক নতুন হাতির পাল ঢুকে পড়ল মেদিনীপুরে 
  • আগের হাতির পালকে এখনও পাঠানো যায়নি পাশের জেলাতে 
  • তার আগেই ঢুকে পড়ল আরও একটি দলটি
  • যার জেরে আবারও বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে ফসলের
/ Updated: Nov 03 2020, 10:17 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কিছু দিন আগেই হাতি ঢুকে প্রায় তছনছ করেছিল মেদিনীপুরর বেশ কিছু এলাকা। যার ফলে শষ্যের বিপুল ক্ষতি হয়েছিল বলে জানিয়েছিল সেখানকার চাযিরা। গ্রামবাসীরা বনদপ্তরে খবর দিওয়ায় বনদপ্তরের কর্মীদের চেষ্টায় হাতির দলটিকে তাড়ানোর উদ্যোগ নিয়েছিল। পঁচিশটি হাতির একটি দলকে পাশের জেলা বাঁকুড়াতে পাঠানোর চেষ্টা চলছিল। আর সেই দলকে পুরোপুরি পাঠানোর আগেই আরও এক হাতির দল ঢুকে পড়ল সেখানে। মেদিনীপুর সদর ব্লকে প্রবেশ করেছে এই হাতির পালটি। বৃহস্পতিবার ভোরে পুনরায় প্রবেশ করে দলমার আরো একটি বড় হাতির পাল। যার ফলে আবারও ফসলের ক্ষতি হচ্ছে বলো জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। এখন তাই নিয়েই চিন্তায় রাতের ঘুম উড়েছে সেখানকার বাসিন্দাদের।