শোকের মাঝেই বাজছে বাজনা, তাসা বাজিয়ে ঠাকুমাকে শেষ বিদায় নাতিদের

  • শতবর্ষ পার করেছিলেন এক বৃদ্ধা
  • তাকেই বাজনা বাজিয়ে চির বিদায় জানাল নাতিরা 
  • এমনটাই দেখা গেল চন্দ্রকোনা এলাকাতে
  • মৃত্যুকালে বৃদ্ধার বয়স হয়েছিল ১২০ বছর
     

/ Updated: Nov 28 2020, 08:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শতবর্ষ পার করেছিলেন বৃদ্ধা। বৃদ্ধার ইচ্ছেকে মান্যতা দিয়ে বাজনা বাজিয়ে শশ্মানযাত্রা করালেন তাঁর নাতিরা। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার টাউন থানার বালা গ্রামে৷ শোকের মধ্যে দিয়ে নয় একরকম আনন্দ করেই ঠাকুমাকে চির বিদায় জানাল তাঁর নাতি-নাতনিরা৷ প্রয়াত ওই বৃদ্ধার নাম দুর্গা হাতি৷ মৃত্যু কালে ওই বৃদ্ধার বয়স হয়েছিল ১২০ বছর, এমনটাই দাবি করেছে পরিবারের সদস্যরা। দুর্গা দেবীর ৭ জন সন্তান এবং ৫ জন নাতি নাতনি৷  পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঠাকুমা বলেছিলেন মৃত্যুর পরে শোক পালন করতে নেই৷ তাই মৃত্যুর পরে নাতিনাতনীরা যেনো বাজনা বাজিয়ে, পটকা ফাটিয়ে আনন্দের সঙ্গে শশ্মানে নিয়ে যায় তাঁকে৷ সেই বৃদ্ধাই বার্ধক্যজনিত কারণে মারা যান শুক্রবার৷ তারপরে তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে সেই মতই এদিন বাজনা বাজিয়ে শশ্মানে নিয়ে যায় বৃদ্ধার নাতি-নাতনি সহ পরিবারের সদস্যরা ৷