- Home
- West Bengal
- West Bengal News
- শোকের মাঝেই বাজছে বাজনা, তাসা বাজিয়ে ঠাকুমাকে শেষ বিদায় নাতিদের

শোকের মাঝেই বাজছে বাজনা, তাসা বাজিয়ে ঠাকুমাকে শেষ বিদায় নাতিদের
- শতবর্ষ পার করেছিলেন এক বৃদ্ধা
- তাকেই বাজনা বাজিয়ে চির বিদায় জানাল নাতিরা
- এমনটাই দেখা গেল চন্দ্রকোনা এলাকাতে
- মৃত্যুকালে বৃদ্ধার বয়স হয়েছিল ১২০ বছর
শতবর্ষ পার করেছিলেন বৃদ্ধা। বৃদ্ধার ইচ্ছেকে মান্যতা দিয়ে বাজনা বাজিয়ে শশ্মানযাত্রা করালেন তাঁর নাতিরা। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার টাউন থানার বালা গ্রামে৷ শোকের মধ্যে দিয়ে নয় একরকম আনন্দ করেই ঠাকুমাকে চির বিদায় জানাল তাঁর নাতি-নাতনিরা৷ প্রয়াত ওই বৃদ্ধার নাম দুর্গা হাতি৷ মৃত্যু কালে ওই বৃদ্ধার বয়স হয়েছিল ১২০ বছর, এমনটাই দাবি করেছে পরিবারের সদস্যরা। দুর্গা দেবীর ৭ জন সন্তান এবং ৫ জন নাতি নাতনি৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঠাকুমা বলেছিলেন মৃত্যুর পরে শোক পালন করতে নেই৷ তাই মৃত্যুর পরে নাতিনাতনীরা যেনো বাজনা বাজিয়ে, পটকা ফাটিয়ে আনন্দের সঙ্গে শশ্মানে নিয়ে যায় তাঁকে৷ সেই বৃদ্ধাই বার্ধক্যজনিত কারণে মারা যান শুক্রবার৷ তারপরে তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে সেই মতই এদিন বাজনা বাজিয়ে শশ্মানে নিয়ে যায় বৃদ্ধার নাতি-নাতনি সহ পরিবারের সদস্যরা ৷