বোর্ড গঠনে অচলাবস্থা কি কাটবে, পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল
- বোর্ড গঠন নিয়ে অচলাবস্থা কি এবার কাটবে?
- বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দুই সদস্যের
- কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের
- আদালতের রায়ের দিকে তাকিয়ে শাসকদল
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ২৫। গত পঞ্চায়েত ভোটে ১৩টি আসনে জিতেছিল বিজেপি। আর বাকি ১২টি আসন গিয়েছিল তৃণমূলের দখলে। রিগি-সহ একাধিক অভিযোগে কিন্তু শেষপর্যন্ত বোর্ড গঠন প্রক্রিয়া ভেস্তে যায়। মামলা গড়ায় আদালতে। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনের দাবিতে জানিয়ে হাইকোর্টে মামলা করে গেরুয়াশিবির। আড়াই বছর পেরিয়ে দিয়েছে। এখনও সেই মামলা নিষ্পত্তি হয়নি। বোর্ড গঠন নিয়ে অচলাবস্থাও অব্যাহত, শিকেয় উঠেছে পরিষেবা। এরইমাঝে সোমবার মেদিনীপুর শহরে তৃণমূলের কার্যালয়ে গিয়ে দলবদল করে ফেললেন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য শান্তি কিস্কু ও নবকুমার সিং। এমনকী, রাজ্যের শাসকদলের যোগ দিলেন কেশিয়াড়ি বিধানসভা এলাকায় বিজেপি-এর সংযোজক অর্জুন দাস। ফলে পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।