করোনা আবহে প্রতিবাদ মিছিল তৃণমূলের, দেখুন ভিডিও
- করোনা আতঙ্কে বাইরে বেরনোর উপায় নেই
- সাপ্তাহিক লকডাউন চলছে রাজ্যে
- মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে নামলেন তৃণমূলকর্মীরা
- সামাজিক দূরত্ব না মেনেই বেরলো প্রতিবাদ মিছিল
করোনা আতঙ্ক! এরইমধ্যে আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ মিছিল বের করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরাই। কয়েক হাজার মানুষের জমায়েতে শিকেয় উঠল সামাজিক দূরত্ব। ভয়াবহ কাণ্ড পূর্ব মেদিনীপুরে।
সংক্রমণের ভয়ে যখন থরহরিকম্প অবস্থায় সাধারণ মানুষের, তখন কেন্দ্র ও রাজ্যের সংঘাত চরমে। মোদি সরকারের বিরুদ্ধে জিএসটি-সহ বিভিন্ন ইস্যুতে বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছেন প্রতিবাদের মিছিলেরও। আর দলনেত্রীর নির্দেশকে অমান্য় করে কার সাধ্যি! করোনা আতঙ্কের মাঝেই মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে মিছিল করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কয়েক হাজার মানুষ সেই মিছিলে তো হাঁটলেনই, শিকেয় উঠল সামাজিক দূরত্বও। গোষ্ঠী সংক্রমণ ছড়াবে না তো? আশঙ্কা বাড়ল আরও।