৫০ কেজি সোনার প্রতিমা, শিশ মহলের আদলে তৈরি মণ্ডপ, সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার

মধ্য কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতি বছরই কোনও না কোনও চমক থাকে এখানকার পুজোয়। এবারের থিম 'কাঞ্চনকন্যা রূপে সোনার দুর্গা'। প্রায় ৫০ কিলোগ্রাম সোনা ব্যবহার করে গড়ে উঠছে প্রতিমা। শুধু তাই নয়, মণ্ডপ সেজে উঠছে আগ্রার শিশ মহলের আদলে। যার জন্য খোদ আগ্রা থেকেই এসেছেন শিল্পীরা।  

 

/ Updated: Sep 27 2019, 11:01 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মধ্য কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতি বছরই কোনও না কোনও চমক থাকে এখানকার পুজোয়। এবারের থিম 'কাঞ্চনকন্যা রূপে সোনার দুর্গা'। প্রায় ৫০ কিলোগ্রাম সোনা ব্যবহার করে গড়ে উঠছে প্রতিমা। শুধু তাই নয়, মণ্ডপ সেজে উঠছে আগ্রার শিশ মহলের আদলে। যার জন্য খোদ আগ্রা থেকেই এসেছেন শিল্পীরা।