Asianet News BanglaAsianet News Bangla

বিষাদের বাজনার মধ্যেই সিঁদুর খেলায় মাতল বাগবাজার, দেখুন ভিডিও

Oct 8, 2019, 11:13 PM IST

কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব। তবে থিমের স্রোতে গা ভাসানো নয়, বরং এই পুজোর সঙ্গে পরতে পরতে জড়িয়ে আছে ঐতিহ্য। বীরাষ্টমীর লাঠি খেলা, ছুড়ি খেলা দেখতে যেমন কলকাতা ও শহরতলীর বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে দর্শনার্থীরা আসেন, তেমনই দশমীর দিনের সিঁদুর খেলাতেও অংশ নেন অনেকেই। এবারও দশমীর বিষাদের মধ্যে ছবিটা পাল্টালো না।