এই বছর চালতা বাগানে মা আসছেন সোনার তরীতে

  • এবার চালতা বাগানের দুর্গা পুজো ৭৭ বছরে পদার্পণ করল
  • থাকছে সোনার তরীতে সাবেকি মাতৃ প্রতিমার রূপ
  • চালতা বাগান লোহাপট্টির এবারের থিম সোনার তরী
  • মণ্ডপটির নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে-বাঁশ,কাঠ,প্লাই এবং পিতলের পাত
/ Updated: Sep 26 2019, 10:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চালতা বাগান মানেই হচ্ছে ঐতিহ্যের পূজারী, সৃষ্টির কান্ডারি এবং পরিবেশ বান্ধবের দিশারী। ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী সুরেন খারা-এর কথায়- "শিল্পীরা অসাধারণ শিল্প সৃষ্টি করছেন এবং চালতা বাগানে তাদের শিল্প শৈলী তুলে ধরার প্রয়াস  চলছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এবং এই বর্ষার বৃষ্টি কথা মাথায় রেখেই আমাদের এবারের থিম- সোনার তরী"। চালতা বাগান এর এইবারের বাজেট পঁচিশ লাখ। চমৎকার এই  মণ্ডপটির নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে-বাঁশ,কাঠ,প্লাই এবং পিতলের পাত। সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে মূলত সোনার তরীর নির্মাণ কাজে। বলা বাহুল্য, এই অপরূপ মণ্ডপে মন্দিরের আদলেই হবে এখানকার মাতৃ প্রতিমার রূপ দান।